ইরানে মধ্যপ্রাচ্যের প্রথম পরমাণু হাসপাতালের নির্মাণকাজ শুরু
https://parstoday.ir/bn/news/iran-i38112-ইরানে_মধ্যপ্রাচ্যের_প্রথম_পরমাণু_হাসপাতালের_নির্মাণকাজ_শুরু
ইরানের কারাজে শুরু হলো পরমাণু হাসপাতাল নির্মাণের কাজ। অস্ট্রিয়ার সহযোগিতায় নির্মীয়মাণ এই হাসপাতালটি সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বপ্রথম পরমাণু হাসপাতাল। যেসব রোগের চিকিৎসায় পারমাণবিক চিকিৎসা সামগ্রী প্রয়োজন কেবল সেসব রোগেরই চিকিৎসা করা হবে এই হাসপাতালে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০১৭ ১৯:০২ Asia/Dhaka
  • ইরানে মধ্যপ্রাচ্যের প্রথম পরমাণু হাসপাতালের নির্মাণকাজ শুরু

ইরানের কারাজে শুরু হলো পরমাণু হাসপাতাল নির্মাণের কাজ। অস্ট্রিয়ার সহযোগিতায় নির্মীয়মাণ এই হাসপাতালটি সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বপ্রথম পরমাণু হাসপাতাল। যেসব রোগের চিকিৎসায় পারমাণবিক চিকিৎসা সামগ্রী প্রয়োজন কেবল সেসব রোগেরই চিকিৎসা করা হবে এই হাসপাতালে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহির বরাত দিয়ে প্রেস টিভি আজ এই খবর দিয়েছে।

সালেহি বলেন এই চিকিৎসা কেন্দ্রটি মধ্যপ্রাচ্যের মধ্যে অনন্য সাধারণ একটি প্রতিষ্ঠান হবে। সুতরাং ইরানিদের আর পরমাণু চিকিৎসা সেবা নিতে দেশের বাইরে যাবার প্রয়োজন পড়বে না।

পরমাণু হাসপাতাল নির্মাণ কাজ শুরুর অবকাশে অস্ট্রিয়ার নিওস্টাড শহরের মেয়র ক্লাওস শ্নিবার্গার বলেছেন, ইরান-অস্ট্রিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পরমাণু হাসপাতাল উদ্বোধনের ফলে ইরানের প্রতি বিশ্বদৃষ্টি আকৃষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেন।

এই হাসপাতালে বছরে এক হাজারেরও বেশি রোগির চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এর ফলে বছরে ইরানের অন্তত ২ কোটি ৫০ লাখ ইউরো সাশ্রয় হবে বলেও প্রেস টিভি খবর দিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৭