গোটা বাহরাইনকে কারাগারে পরিণত করা হয়েছে: আয়াতুল্লাহ খাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার গোটা বাহরাইনকে কারাগারে পরিণত করেছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, বাহরাইনে নজিরবিহীন নৃশংসতা চালাচ্ছে দেশটির সরকার। প্রকৃত মোহাম্মাদি ইসলামকে মোকাবেলার অংশ হিসেবে বর্ষীয়ান আলেম শেইখ ঈসা কাসিমের বাসভবনে হামলা করা হয়েছে বলে তিনি জানান।
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, বাহরাইনের শাসকরা হচ্ছে আমেরিকান ইসলামের ধারক এবং দেশটির জনগণের প্রতিরোধের মুখে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
বাহরাইনের জনগণের বিরুদ্ধে সরকারি বাহিনীর নৃশংসতায় আমেরিকা ও সৌদি আরবের সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে তিনি জানান। সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরে নিরাপত্তা বাহিনীর হামলার নিন্দা জানান আয়াতুল্লাহ খাতামি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬