এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটসলে চ্যাম্পিয়ন হয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i38756-এশিয়ান_অনূর্ধ্ব_২০_ফুটসলে_চ্যাম্পিয়ন_হয়েছে_ইরান
এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটসল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ইরাককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইরানি দল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০১৭ ২১:৪৯ Asia/Dhaka
  • এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটসলে চ্যাম্পিয়ন হয়েছে ইরান

এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটসল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ইরাককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইরানি দল।

এবারের প্রতিযোগিতায় ইরান পড়েছিল ডি গ্রুপে। গ্রুপ পর্যায়ে মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন ও কিরগিজিস্তানকে পরাজিত করতে সক্ষম হয় ইরান। 

কোয়ার্টার ফাইনালে লেবাননকে এবং সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে হারায় ইরানি ফুটসল দল। ফাইনালে উঠার মধ্যদিয়ে যুব অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করে ইরানের অনূর্ধ্ব-২০ দল। 

এরপর ফাইনালে ইরাককে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬