১,০৪৯ অপরাধীকে ক্ষমা এবং শাস্তি কমিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i40892-১_০৪৯_অপরাধীকে_ক্ষমা_এবং_শাস্তি_কমিয়ে_দিয়েছেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ১,০৪৯ জনের বেশি কয়েদিকে মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘু করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা আজ রোববার এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০১৭ ১৯:০৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি
    ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ১,০৪৯ জনের বেশি কয়েদিকে মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘু করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা আজ রোববার এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত ১,০৪৯ অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি।

পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল ইরানসহ বিশ্বের আরো অনেক মুসলিম দেশ যখন ঈদ-উল-ফিতর উৎযাপন করার প্রস্তুতি নিচ্ছে তখন ইরানের সর্বোচ্চ নেতা এসব অপরাধীকে ক্ষমার ঘোষণা দেন। এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫