দেড় ডজন এয়ারবাস ও বোয়িং বিমান কিনবে ইরানের 'কিশ' এয়ারলাইন
https://parstoday.ir/bn/news/iran-i45008-দেড়_ডজন_এয়ারবাস_ও_বোয়িং_বিমান_কিনবে_ইরানের_'কিশ'_এয়ারলাইন
ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘কিশ এয়ারলাইন’ বোয়িং এবং এয়ারবাস কোম্পানির কাছ থেকে দেড় ডজন বিমান কেনার উচ্চাভিলাসী পরিকল্পনা ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ০৮:০৮ Asia/Dhaka
  • তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করছে কিশ এয়ারলাইনের একটি এয়ারবাস-৩২০ বিমান
    তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করছে কিশ এয়ারলাইনের একটি এয়ারবাস-৩২০ বিমান

ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘কিশ এয়ারলাইন’ বোয়িং এবং এয়ারবাস কোম্পানির কাছ থেকে দেড় ডজন বিমান কেনার উচ্চাভিলাসী পরিকল্পনা ঘোষণা করেছে।

কিশ এয়ারলাইনের সিইও মোহাম্মাদ তাকি জাদিদি বলেছেন, তার সংস্থা মার্কিন কোম্পানি বোয়িং-এর কাছ থেকে ১০টি এবং ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের কাছ থেকে আরো ছয়টি বিমান কিনবে।

এয়ারবাসের কাছ থেকে কেনা বিমানগুলি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই কিশ এয়ারলাইনের বহরে যোগ দেবে বলে তিনি জানান। ২০১৮ সালের ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। এছাড়া, বোয়িং-এর বিমানগুলো আসবে পরবর্তী ফার্সি বছরে। তবে কিশ এয়ারলাইন বোয়িং বা এয়ারবাসের কোন্ কোন্‌ মডেলের বিমান কিনতে যাচ্ছে তা তিনি জানাননি।

ইরানের কিশ এয়ারলাইনের বহরে বর্তমানে ১৪টি বিমান রয়েছে। এগুলোর মধ্যে দু’টি এয়ারবাস-৩২০, দু’টি এয়ারবাস-৩২১, সাতটি এমডি বিমান এবং তিনটি ফকার-১০০ মডেলের বিমান রয়েছে।

ফ্রান্সের বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস এরইমধ্যে ইরানের কাছে কয়েক হাজার কোটি ডলার মূল্যের ১৭৩টি নতুন বিমান বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে।  এ ছাড়া, মার্কিন কোম্পানি বোয়িং ইরানের কাছ থেকে ১৪০টি বিমান কেনার অর্ডার পেয়েছে। এ ছাড়া ইউরোপের অপর প্রতিষ্ঠান এটিআর-এর কাছ থেকে ৪০টি বিমান কেনার চুক্তি করেছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯