‘মুসলমানদের মধ্যে ঐক্য থাকলে শত্রুর পরাজয় অবশ্যম্ভাবী’
-
খুতবা দিচ্ছেন আয়াতুল্লাহ মোহাম্মাদআলী মোভাহ্হদি-কেরমানি
শিয়া-সুন্নি নির্বিশেষে সব মুসলমানকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদআলী মোভাহ্হদি-কেরমানি। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ঐক্য সপ্তাহ উপলক্ষে মুসলিম উম্মাহকে অভিনন্দন জানান।
কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। আবার কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন, এই মহামানবের জন্ম হয়েছিল ১৭ রবিউল আউয়াল। এই দুই তারিখকে সামনে রেখে ইরানে প্রতি বছর ১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়াল পর্যন্ত সময়কে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে পালন করা হয়।

আজ ১২ রবিউল আউয়াল ঐক্য সপ্তাহ শুরু উপলক্ষে আয়াতুল্লাহ মোভাহ্হেদি-কেরমানি বলেন, “শিয়া ও সুন্নি মুসলমানরা যেন শত্রুর ধোঁকার ফাঁদে না পড়ে। মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকলে শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ”
তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেন, “শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্যের বড় উপাদান হতে পারেন রাসূলে আকরাম (সা.)’র পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম। ” শত্রুর ধোঁকায় পড়ে কোনো কোনো মুসলমান শাসক মুসলিম বিশ্বে ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।
আয়াতুল্লাহ মোভাহ্হেদি-কেরমানি মধ্যপ্রাচ্য থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূল হয়ে যাওয়াকে খোদায়ী উপহার হিসেবে উল্লেখ করে বলেন, কুরআনে কারিমে আল্লাহ তায়ালা প্রতিশ্রুতি দিয়েছেন যে, সত্যের জয় ও বাতিলের ধ্বংস অবশ্যম্ভাবী। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১