শত্রুরা এখন বন্ধুত্বের ভান করছে: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i50667-শত্রুরা_এখন_বন্ধুত্বের_ভান_করছে_ইরানের_স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, শত্রুরা এখন নিজেদেরকে ইরানি জনগণের বন্ধু হিসেবে তুলে ধরছে। আজ (রোববার) তেহরানে প্রাদেশিক উচ্চ পরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৭ ১৮:৪৭ Asia/Dhaka
  • শত্রুরা এখন বন্ধুত্বের ভান করছে: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, শত্রুরা এখন নিজেদেরকে ইরানি জনগণের বন্ধু হিসেবে তুলে ধরছে। আজ (রোববার) তেহরানে প্রাদেশিক উচ্চ পরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরানের শত্রুরা বিশেষকরে যেসব দেশের সরকারের প্রতি মানুষের আস্থা নেই তারাই এখন ইরানি জনগণের অধিকারের কথা বলছে। কিন্তু তারা ইরানি জনগণকে চিনতে পারে নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জনগণের সম্পদ নষ্ট করেছে এবং বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে।  

সম্প্রতি ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ