ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহার আরও বাড়াবে আইআরজিসি
(last modified Wed, 28 Feb 2018 13:31:29 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৯:৩১ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহার আরও বাড়বে।  আইআরজিসি'র স্থল ইউনিটের এক প্রদর্শনীতে আজ (মঙ্গলবার) তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল জাফারি আরও বলেছেন, নানা অভিযান পরিচালনায় ড্রোন ও হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে প্রায় দুই বছর আগে সিদ্ধান্ত হয়েছে আইআরজিসি হেলিকপ্টারের ব্যবহার বাড়াবে এবং হেলিকপ্টার ইউনিট প্রতিষ্ঠা করবে।

আইআরজিসি'র হেলিকপ্টার ইউনিটের তিনটি কেন্দ্র বর্তমানে প্রস্তুত রয়েছে বলে মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি জানিয়েছেন। ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহার বাড়ার ফলে গোটা আইআরজিসি'র শক্তি ও সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইআরজিসি'র প্রধান আজ 'বজ্র' নামের একটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি উদ্বোধন করেছেন। ৭০ কেজি ওজনের এ ক্ষেপণাস্ত্র ১০ কিলোমিটার ওপর থেকে নিক্ষেপ করা যাবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

 

ট্যাগ