'ব্রিটিশ সমর্থিত শিয়া ও মার্কিন সমর্থিত সুন্নি গ্রহণযোগ্য নয়'
https://parstoday.ir/bn/news/iran-i53855-'ব্রিটিশ_সমর্থিত_শিয়া_ও_মার্কিন_সমর্থিত_সুন্নি_গ্রহণযোগ্য_নয়'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, যে শিয়াকে লন্ডন সমর্থন দেয় এবং যে সুন্নিকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সমর্থন করে তার তার কোনোটিই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ ইসলাম ধর্ম কুফর, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরোধী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ১৭:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলছেন সর্বোচ্চ নেতা
    সিরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে কথা বলছেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, যে শিয়াকে লন্ডন সমর্থন দেয় এবং যে সুন্নিকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সমর্থন করে তার তার কোনোটিই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ ইসলাম ধর্ম কুফর, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরোধী।

তিনি গত বৃহস্পতিবার তেহরানে সিরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। 
এর আগেও ইরানের সর্বোচ্চ নেতা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, শিয়া ইসলামের ব্রিটিশ ভার্সন এবং সুন্নি ইসলামের মার্কিন ভার্সন তৈরি করে মুসলমানদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়া হয়েছে এবং এ দুটো হচ্ছে একই ছুরির দুই ধার।


ইসলাম ধর্মের শত্রুরা যুগে যুগে নানা ভাবে মুসলমানদেরকে দুর্বল করার চেষ্টা করেছে। ইসলাম ধর্মকে উগ্র ও হিংস্র ধর্ম হিসেবে তুলে ধরতে তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে তাদের সঙ্গে ইসলাম ধর্মের লেভেল এঁটে দিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩