জন কেরির সঙ্গে জারিফের সাক্ষাতের খবর নিশ্চিত করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i53901-জন_কেরির_সঙ্গে_জারিফের_সাক্ষাতের_খবর_নিশ্চিত_করল_ইরান
সম্প্রতি জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাতের খবর নিশ্চিত করেছে তেহরান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মার্চ ০৪, ২০১৮ ০৯:৩৩ Asia/Dhaka
  • জন কেরি ও মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ছবি)
    জন কেরি ও মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ছবি)

সম্প্রতি জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাতের খবর নিশ্চিত করেছে তেহরান।

ইরান বলেছে, সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ও বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জাওয়াদ জারিফ ৫৪তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৮ ফেব্রুয়ারি জার্মানি সফরে যান। ওই সফরে তিনি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কিছু দেশের বর্তমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ফটোসেশন; সর্বডানে আর্নেস্ট মোনিজ ও তার ডানে জন কেরি (ফাইল ছবি)

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে জারিফ ও কেরির মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, ইরানের জাতীয় স্বার্থে জারিফ সব সময়ই এ ধরনের বৈঠক করেন এবং এটি নতুন কোনো বিষয় নয়।

কাসেমি বলেন, জারিফ মিউনিখে জন কেরির পাশাপাশি সাবেক মার্কিন জ্বালানীমন্ত্রী আর্নেস্ট মোনিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

২০১৫ সালের জুলাই মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের অনুষ্ঠানে সাবেক ওই দুই মার্কিন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তারা এই সমঝোতার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ঘোর বিরোধী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪