সৌদি-মার্কিন অলীক কল্পনা ভেঙে দেবে ফিলিস্তিনিরা: ইরানি স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i55522-সৌদি_মার্কিন_অলীক_কল্পনা_ভেঙে_দেবে_ফিলিস্তিনিরা_ইরানি_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, ফিলিস্তিনের তরুণেরা মার্কিন ও সৌদি সরকারের মোহ ভেঙে দেবে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০১৮ ২২:৩৫ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি
    ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, ফিলিস্তিনের তরুণেরা মার্কিন ও সৌদি সরকারের মোহ ভেঙে দেবে।  

আজ (রোববার) ইরানের জাতীয় সংসদের উন্মুক্ত অধিবেশনের শুরুতে তিনি এসব কথা বলেন। ড. লারিজানি বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে সৌদি কর্মকর্তারা সম্প্রতি এমন কিছু কথা বলেছেন এবং এমন কিছু কাজ করেছেন যা অত্যন্ত দুঃখজনক ও দৃষ্টিকটু। তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে সৌদি কর্মকর্তাদের কার্যক্রমের ফলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে এবং তারা  মার্কিন নির্দেশনায় হাজার হাজার মানুষ হত্যা করেছে যা এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য উদ্বেগজনক। এরা এসব কাজ করেছে ধর্ম ও মানবকল্যাণের নামে।”

লারিজানি প্রশ্ন করেন, সৌদি শাসকরা যে মার্কিন রাজনীতিবিদদের পকেটে টাকা ঢালছে  তা কী দেশটির জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে পারে? ইরানি স্পিকার আরো বলেন,  “আমেরিকা ভয় দেখিয়ে সিরিয়ায় সেনা মোতায়েন রাখার নামে সৌদি আরবের কাছ থেকে শত শত কোটি ডলার আদায় করে নিচ্ছে আবার সেই সৌদি আরবকে তারা কৃতজ্ঞতা স্বীকারের কথা বলছে।”

আলী লারিজানি বলেন, আমেরিকা ও কিছু আরব দেশ ফিলিস্তিনিদেরকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সীমাবদ্ধ করে ফেলার ষড়যন্ত্র করছে। ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে সৌদি যুবরাজের ঘোষণা সম্পর্কে ইরানের স্পিকার বলেন, জনগণের অর্থ মার্কিন সরকারকে দিয়ে সৌদি আরব আমেরিকার সেবা করতে চায় আবার অশুভ কাজের দায়িত্ব তারা নিজের কাঁধে নিতে চায়। কিন্তু ফিলিস্তিনের তরুণেরা তাদের সেসব অলীক স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮