ইরানে পালিত হচ্ছে ঈদ-উল ফিতর, রুহানির শুভেচ্ছা
https://parstoday.ir/bn/news/iran-i59006-ইরানে_পালিত_হচ্ছে_ঈদ_উল_ফিতর_রুহানির_শুভেচ্ছা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সকালে ইমাম খোমেনী (রহ.) ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াতে ইমামতি করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০১৮ ০০:২১ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সকালে ইমাম খোমেনী (রহ.) ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াতে ইমামতি করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

এ ছাড়া, রাজধানী তেহরানের প্রতিটি এলাকার বড় মসজিদগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এসব নামাজ থেকে ইরানসহ গোটা মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করা হয়েছে।

তেহরানের ঈদের নামাজে খুতবা দিচ্ছেন সর্বোচ্চ নেতা

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বানও জানিয়েছেন।

এদিকে, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বহু দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। তবে ভারত ও পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপন করা হবে।

বাংলাদেশে ঈদ উদযাপনের দিনক্ষণ ঠিক করতে আজ (শুক্রবার) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/মুজাহিদুল ইসলাম/১৫