মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ট্রাম্প প্রশাসন ‘প্রকৃত হুমকি’: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64468-মধ্যপ্রাচ্যের_নিরাপত্তার_জন্য_ট্রাম্প_প্রশাসন_প্রকৃত_হুমকি’_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য ‘প্রকৃত হুমকি’ সৃষ্টি করছে। হোয়াইট হাউজ বিশ্বকে অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৮ ০৬:৩৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য ‘প্রকৃত হুমকি’ সৃষ্টি করছে। হোয়াইট হাউজ বিশ্বকে অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ইরানের শীর্ষ কূটনীতিক শুক্রবার রাতে এক টুইটার বার্তায় বলেন, “আমাদের অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সত্যিকারের হুমকি রয়েছে; সেটি হচ্ছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের কিছু দুর্বৃত্ত সহযোগীকে সঙ্গে নিয়ে বিশ্বকে অস্থিতিশীল করাকে অধিকার মনে করা।” জারিফ বলেন, “ওয়াশিংটনকে অবশ্যই স্বাভাবিক আচরণে ফিরে যেতে হবে।”  

গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কে উত্তেজনা বাড়ে। হোয়াইট হাউজ অভিযোগ করছে, এ সমঝোতা ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকে কার্যকরভাবে বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন এমন সময় এ অভিযোগ করছে যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত ১২টি ত্রৈমাসিক প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২