ইরানি সীমান্তরক্ষী অপহরণ: দুই সেনাপ্রধানের টেলিফোন সংলাপ
https://parstoday.ir/bn/news/iran-i65199-ইরানি_সীমান্তরক্ষী_অপহরণ_দুই_সেনাপ্রধানের_টেলিফোন_সংলাপ
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি অবিলম্বে ইরানি সীমান্তরক্ষী অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালে এ আহ্বান জানান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ২১, ২০১৮ ১০:০২ Asia/Dhaka
  • জেনারেল কামার জাভেদ বাজওয়া- মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    জেনারেল কামার জাভেদ বাজওয়া- মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি অবিলম্বে ইরানি সীমান্তরক্ষী অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালে এ আহ্বান জানান।

গত ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের ১৪ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে গেছে। পাকিস্তান সরকার এসব সীমান্তরক্ষীকে উদ্ধারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত সে আশ্বাস বাস্তবায়ন করতে পারেনি।

টেলিফোনালাপে জেনারেল বাকেরি বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার করে তেহরানের কাছে হস্তান্তর করবে বলে তিনি আশা করছেন।

দায়িত্ব পালন করছেন ইরানি সীমান্তরক্ষীরা (ফাইল ছবি)

ইরানের সেনাপ্রধান আরো বলেন, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর নাশকতামূলক তৎপরতা প্রতিরোধের জন্য সীমান্ত এলাকায় পাকিস্তানের আরো অনেক বেশি সেনা মোতায়েন করা উচিত।

টেলিফোনালাপে পাক সেনাপ্রধান ইরানি সীমান্তরক্ষীদের অপহরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তার বাহিনীর সদস্যরা অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ প্রচেষ্টা সফল হবে বলে জেনারেল বাজওয়া আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১