ইরান বিরোধী সন্ত্রাসীদের সংগঠিত করছে ইসরাইল: গোয়েন্দামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i66678-ইরান_বিরোধী_সন্ত্রাসীদের_সংগঠিত_করছে_ইসরাইল_গোয়েন্দামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, আমেরিকার সহযোগিতা ও সমর্থনে সন্ত্রাসীদেরকে ইরানের বিরুদ্ধে সংগঠিত করছে ইহুদিবাদী ইসরাইল। আজ (মঙ্গলবার) ইরানের সংসদকে তিনি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৯:০৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ মাহমুদ আলাভি
    সাইয়্যেদ মাহমুদ আলাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, আমেরিকার সহযোগিতা ও সমর্থনে সন্ত্রাসীদেরকে ইরানের বিরুদ্ধে সংগঠিত করছে ইহুদিবাদী ইসরাইল। আজ (মঙ্গলবার) ইরানের সংসদকে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কোনো কোনো প্রতিবেশীসহ কয়েকটি দেশের গোয়েন্দা বাহিনী ইরানকে অনিরাপদ করতে সরাসরি মাঠে নেমেছে। তারা সন্ত্রাসীদের আর্থিক সহযোগিতা ও অস্ত্র দিচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। 

ইরানবিরোধী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে যোগাযোগ স্থাপন ও চলাচল করতে হবে তা শেখানো হচ্ছে। 

তবে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের দুর্বল ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করে সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮