প্রেস টিভির সাংবাদিক আটকের নিন্দা জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i67390-প্রেস_টিভির_সাংবাদিক_আটকের_নিন্দা_জানাল_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
আমেরিকায় ইরানের প্রেস টিভি’র সাংবাদিক মার্জিয়া হাশেমির গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এই ঘটনায় কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে মার্কিন সরকারের বর্ণবাদী আচরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৯ ১৭:২২ Asia/Dhaka
  • মার্জিয়া হাশেমি- বাহরাম কাসেমি
    মার্জিয়া হাশেমি- বাহরাম কাসেমি

আমেরিকায় ইরানের প্রেস টিভি’র সাংবাদিক মার্জিয়া হাশেমির গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এই ঘটনায় কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে মার্কিন সরকারের বর্ণবাদী আচরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

কাসেমি আজ (বুধবার) এক বিবৃতিতে আরো বলেন, এই মার্কিন মুসলিম নাগরিকের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী যে আচরণ করেছে তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে প্রমাণিত হয়েছে, মার্কিন সরকার নিজের বিরুদ্ধবাদীদের দমনের ক্ষেত্রে কোনো ধরনের আইন-কানুন মেনে চলার তোয়াক্কা করে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একজন মুসলিম নারী সাংবাদিককে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার, তার সঙ্গে অমানবিক ও অপমানকরণ আচরণ ও তার ওপর নির্যাতনের ঘটনায় একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, মানবাধিকার নিয়ে ওয়াশিংটন যে বুলি আওড়ায় তার সঙ্গে তার নিজের আচরণের চরম বৈপরীত্য রয়েছে।

বাহরাম কাসেমি অবিলম্বে প্রেস টিভির এই নারী সাংবাদিকের মুক্তি দাবি করে তার সঙ্গে মানবিক আচরণ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মারজিয়ে হাশেমি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আমেরিকা সফরে গিয়ে গ্রেফতার হয়েছেন। দুঃখজনকভাবে প্রথম দু’দিন তাকে বন্দিশিবিরের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। এখনো তাকে আটকের কারণ স্পষ্ট নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬