আবাদানে প্রথমবারের মতো তেল আবিষ্কার করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67556-আবাদানে_প্রথমবারের_মতো_তেল_আবিষ্কার_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, দেশের খুজিস্তান প্রদেশের আবাদান এলাকায় নতুন তেলের খনির সন্ধান পাওয়া গেছে এবং এই খনিতে অজ্ঞাত পরিমাণ অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:৫৫ Asia/Dhaka
  • আবাদানে পাওয়া তেল
    আবাদানে পাওয়া তেল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, দেশের খুজিস্তান প্রদেশের আবাদান এলাকায় নতুন তেলের খনির সন্ধান পাওয়া গেছে এবং এই খনিতে অজ্ঞাত পরিমাণ অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।

জাঙ্গানেহ আজ (বুধবার) এ তথ্য জানিয়ে বলেছেন, আবাদান খনির তেল অত্যন্ত হাল্কা ও উন্নত মানের। তিনি জানান, গতকাল সকাল ১০টার দিকে এ সফলতা আসে এবং আবাদান এলাকায় এই প্রথম ইরান তেলের খনির সন্ধান পেল। আজ মন্ত্রিসভার বৈঠকের পর বিজান জাঙ্গানেহ সাংবাদিকদের এসব তথ্য জানান। আবাদানে এই প্রথমবারের মতো তেলের সন্ধান পাওয়া গেলেও সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ও প্রাচীন তেল স্থাপনা।

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

জাঙ্গানেহ বলেন, ভূপৃষ্ঠ থেকে ৩,৩৭০ মিটার গভীরে তেলের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে খননকাজ অব্যাহত থাকবে, যাতে খনির তেলের মজুদ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া। পাশাপাশি তেল উত্তোলন করার সম্ভাব্যতাও যাচাই করা হবে।  একইসঙ্গে ইরান এও খতিয়ে দেখবে যে, এটা কোনো আলাদা খনি নাকি পার্শ্ববর্তী ইরাকি খনির অংশ।#

পার্সটুডে/এসআইবি/২৩