শত্রুর চাপ ও হুমকি নস্যাত করবে ইরানের জনগণ: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিশ্বের কোনো দেশের সঙ্গে তার দেশের যুদ্ধ নেই কিন্তু আত্মরক্ষার প্রয়োজনে সর্বশক্তি দিয়ে লড়বে তেহরান। বিগত ৪০ বছরে ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
জারিফ বলেন, ইরান বিশ্বের কোনো দেশের জন্য হুমকি নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকলের প্রতি উদার। ইরানের নিরাপত্তা ও শক্তিমত্তার উৎস হচ্ছে জনগণ এবং তারা শত্রুর সব ধরনের চাপ ও হুমকি নস্যাত করে দেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজের নিরাপত্তার জন্য বিদেশ নির্ভরতার কোনো প্রয়োজন তার দেশের নেই। এ ছাড়া, নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ সক্ষমতাকে কাজে লাগিয়ে সকল ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি করে যাচ্ছে ইরান।

সম্মেলনে ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেন, ৪০ বছর ধরে পাশ্চাত্যের শত্রুতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ও স্বাধীনচেতা দেশ হিসেবে সগৌরবে টিকে রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে ইরান কোনো বহিঃশক্তির নির্দেশে চলে না এবং এখন পর্যন্ত কেউ তার ইচ্ছা ইরানি জাতির ওপর চাপিয়ে দিতে পারেনি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩