দক্ষিণ ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক ১৩
https://parstoday.ir/bn/news/iran-i68341-দক্ষিণ_ইরানে_ভয়াবহ_সন্ত্রাসী_হামলায়_জড়িত_থাকার_অভিযোগে_আটক_১৩
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জওয়ানদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ১৩ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ০৫:৩৯ Asia/Dhaka
  • আলী মোভাহহেদি-রাদ
    আলী মোভাহহেদি-রাদ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জওয়ানদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ১৩ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রদেশের কেন্দ্রীয় শহর জাহেদানের প্রধান সরকারি কৌঁসুলি আলী মোভাহহেদি-রাদ গতকাল (শনিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আইআরজিসি’র জওয়ানদের ওপর হামলায় জড়িত সকলকে গ্রেফতারের আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, সিস্তান ও বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগের পদস্থ কর্মকর্তা ইব্রাহিমদ হামিদি গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, আইআরজিসি’র জওয়ানদের বহনকারী বাসে ভয়াবহ বোমা হামলায় জড়িত থাকার দায়ে আট ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিহত জওয়ানদের সারিবদ্ধ কফিন (ফাইল ছবি)

গত ১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান মহাসড়কে আইআরজিসি’র জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জওয়ান নিহত ও ১৩ জন আহত হন।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইরান থেকে এই গোষ্ঠীসহ সকল উগ্র জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪