রমজান মাসে কুরআন তেলাওয়াতে ব্যস্ত ইরানিরা
https://parstoday.ir/bn/news/iran-i70291-রমজান_মাসে_কুরআন_তেলাওয়াতে_ব্যস্ত_ইরানিরা
ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াতের কিছু ছবি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০১৯ ১৭:৫৪ Asia/Dhaka
  • রমজান মাসে কুরআন তেলাওয়াতে ব্যস্ত ইরানিরা

ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াতের কিছু ছবি।

পবিত্র রমজান মাস শুরু হয়েছে বিশ্বে। ইরানের মুসলমানরাও প্রত্যেকবারের মত এবারেও স্বতঃস্ফূর্ত ভাবে পবিত্র রমজান মাসকে বরণ করে নিয়েছে। পালন করছে পবিত্র রমজান মাস। আর তাই এ রমজানে পবিত্র কুরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে ইরানের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু কিশোররা।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।