ইরানে পবিত্র শবে কদর পালিত
https://parstoday.ir/bn/news/iran-i70674-ইরানে_পবিত্র_শবে_কদর_পালিত
ইরানে গতকাল রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইরানে প্রতিবছর ১৯ রমজান থেকে শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোকে শবে কদর হিসেবে পালন করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৫, ২০১৯ ১৫:১৭ Asia/Dhaka
  • ইরানে পবিত্র শবে কদর পালিত

ইরানে গতকাল রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইরানে প্রতিবছর ১৯ রমজান থেকে শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোকে শবে কদর হিসেবে পালন করা হয়।

৪০ হিজরীর ১৯ রমজান রাতের শেষভাগে আবদুর রহমান ইবনে মুলজাম মুরাদি আমিরুল মুমেনীন হযরত আলী (আ.)কে নামাজরত অবস্থায় মাথায় আঘাত করে। ইমাম আলী (আ.) সে সময় কুফার মসজিদে ফজরের নামায আদায় করছিলেন। ২১ রমজান তিনি শাহাদাত বরণ করেন। ইরানে প্রতিবছর এ দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয়। 

ইরানের কোমে শবে কদর পালিত

হজরত ইমাম আলী (আ.) ছিলেন সব ধরণের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন শ্রেষ্ঠ তথা আদর্শ ও পরিপূর্ণ মহামানব।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/১৯