মার্কিন একপেশে নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন: ইসমাইল বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
জাতিসংঘের ইউরোপীয় দফতরে ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকায়ি বলেছেন স্বাধীন দেশের বিরুদ্ধে মার্কিন একপেশে নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
জেনেভায় ইরানের এই কূটনীতিক আরও বলেন, সুদূরপ্রসারী উন্নয়নের লক্ষ্যে সামষ্টিক প্রচেষ্টায় অর্জিত কোনো পন্থার বিপক্ষে যাওয়াও একই ধরনের অধিকার লঙ্ঘন।
জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক ৬৬তম কনফারেন্সে (ইউএনসিটিএডি) জনাব বাকায়ি মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা অতিরিক্ত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার মারাত্মক অপব্যবহার বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার এই খামখেয়ালি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে।
জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক বোর্ডের বার্ষিক বৈঠকের প্রথম পর্ব গত সোমবার জেনেভায় শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। অসম বাণিজ্য, ডিজিটাল অর্থনীতি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন পন্থা খুঁজে বের করার উপায় নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় গুরুত্বপূর্ণ এই সম্মেলন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।