ইরাকের কুর্দিস্তান সীমান্তের জঙ্গি আস্তানায় আইআরজিসি’র অভিযান; বহু সন্ত্রাসী হতাহত
ইরাকের কুর্দিস্তান সীমান্তে উগ্র জঙ্গিদের কয়েকটি ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হামলায় বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। আইআরজিসি’র জনসংযোগ বিভাগ আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমর্থনপুষ্ট বিপ্লব বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে ইরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালায়। এসব গোষ্ঠী ইরানের পশ্চিম আজারবাইজান ও কুর্দিস্তান প্রদেশের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে আইআরজিসি’র জওয়ানরা গত বুধবার (১০ জুলাই) থেকে ইরান-ইরাক সীমান্তে জঙ্গিদের আস্তানা ও প্রশিক্ষণ শিবিরগুলোতে বড় ধরনের অভিযান শুরু করে। এ অভিযানে জঙ্গি আস্তানাগুলো ধ্বংসের পাশাপাশি বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে হতাহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি।
আইআরজিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের কুর্দিস্তান সীমান্তবর্তী ইরানের বিস্তীর্ণ এলাকায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মদদপুষ্ট জঙ্গিদের তৎপরতার ব্যাপারে এর আগে বহুবার সতর্ক করে দেয়া হয়েছিল। এতে আরো বলা হয়, জঙ্গি আস্তানাগুলোতে আইআরজিসি’র অভিযানের পুরো কার্যক্রম ক্যামেরাবন্দি করে দলিল হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের কুর্দিস্তান প্রদেশে যাতে ইরান বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো আর কখনো তৎপরতা চালাতে না পারে সেজন্য ওই প্রদেশের স্বশাসিত সরকারকে ব্যবস্থা নিতে হবে।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১২