ইউরোপ ব্যর্থ হলে সমঝোতা স্থগিতের তৃতীয় স্তরে প্রবেশ করবে ইরান: জারিফ
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হলে তার দেশ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি স্থগিতের তৃতীয় স্তরে প্রবেশ করবে।
আজ (বুধবার) মন্ত্রী পরিষদের বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী জারিফ অভিযোগ করে বলেন, "ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের তিন দেশ-ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।পরমাণু সমঝোতার আওতায় এবং এ সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নিতে এই দুই ক্ষেত্রেই তারা এ প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।"
পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর তা পাশ কাটিয়ে ডলার বহির্ভূত লেনদেনের জন্য ইউরোপের দেশগুলো যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ইনসটেক্স চালু করার কথা বলছে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা এখনো চালু হয় নি।
তিনি আরো বলেন, "ইনসটেক্স মার্কিন নির্দেশনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া উচিত হবে না এবং এই ব্যবস্থা কিভাবে কাজ করবে সে বিষয়ে সিদ্ধান্তও আমেরিকার পক্ষ থেকে আসতে পারে না।" ইরানের তেল বিক্রি বাবদ যে অর্থ আসবে তা ইনসটেক্সের মাধ্যমে আসার নিশ্চয়তা থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।