আঞ্চলিক নিরাপত্তা বাইরে থেকে কেনার বস্তু নয়: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i73401-আঞ্চলিক_নিরাপত্তা_বাইরে_থেকে_কেনার_বস্তু_নয়_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা বাইরের দেশ থেকে কেনা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তেহরান প্রস্তুত রয়েছে বলেও জানান জারিফ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১৮:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা বাইরের দেশ থেকে কেনা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তেহরান প্রস্তুত রয়েছে বলেও জানান জারিফ।

আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশের রাজধানীতে ভারত মহাসাগর অঞ্চলকে কেন্দ্র করে উপকূলীয় ২১ রাষ্ট্রের আন্তর্জাতিক সংগঠন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোশিয়েশন (আইওআরএ)-এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব মন্তব্য করেন। তিনি বলেন, "সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হলেই কেবল সুনীল অর্থনীতির উন্নয়ন ঘটানো যাবে। আর এসব নিরাপত্তা এবং স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা গড়ে উঠবে। নিরাপত্তা বাইরে থেকে কেনার কোনো বস্তু নয়।"  জারিফ বলেন, নিরাপত্তার জন্য বিদেশিদের ওপর নির্ভরতার ফলে কেবল এ অঞ্চলে কেবল কিছু সামরিক ঘাঁটি বৃদ্ধি পেতে পাবে।    

ঢাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

পররাষ্ট্রমন্ত্রী জারিফ সম্মেলনে ভারত মহাসাগর উপকূলীয় দেশগুলোতে মানব পাচার, মাদক চোরাচালান, অবৈধভাবে মাছ ধরা এবং দূষণ মোকাবেলার চ্যালেঞ্জগুলো সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করেন। জারিফ বলেন, একচ্ছত্র আধিপত্য এবং উগ্রবাদের পাশাপাশি নৌযান কূটনীতি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মারত্মক হুমকি সৃষ্টি করছে। তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক লোকজনকে টার্গেট করে অবৈধ পদক্ষেপ অর্থনৈতিক সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়। আঞ্চলিক দেশ এবং গোটা বিশ্ব সমাজের সামনে এই অর্থনৈতিক সন্ত্রাস মোকাবেলা করা এখন একটি বিরাট চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।