ইরানে এক মার্কিন গুপ্তচরের ফাঁসি; ২ জনের জেল
https://parstoday.ir/bn/news/iran-i74132-ইরানে_এক_মার্কিন_গুপ্তচরের_ফাঁসি_২_জনের_জেল
আমেরিকার হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়েও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ০১, ২০১৯ ১৯:৩৯ Asia/Dhaka
  • গোলামহোসেইন ইসমাইলি
    গোলামহোসেইন ইসমাইলি

আমেরিকার হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়েও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি আজ (মঙ্গলবার) তেহরানে এ তথ্য জানিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তদের নাম উল্লেখ করা হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্তের নাম জানানো হয় নি।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, অপরাধীরা উচ্চ আদালতে আপিল করেছে।  

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ'র পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আলী নেফরিয়ে ও মোহাম্মাদ আলী বাবাপুরকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫৫ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এসব অর্থ তারা সিআইএ'র কাছ থেকে গ্রহণ করেছিল। এছাড়া ব্রিটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে মোহাম্মাদ আমির-নাসাবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

গত জুলাইয়ে ইরানের বিচার বিভাগ সিআইএ'র ১৭ জন গুপ্তচরকে আটকের খবর দিয়েছিল।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।