পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত রাখা ইউরোপীয়দের জন্য সতর্কবার্তা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75086-পরমাণু_সমঝোতার_প্রতিশ্রুতি_স্থগিত_রাখা_ইউরোপীয়দের_জন্য_সতর্কবার্তা_ইরান
ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, তার দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ইউরোপীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা। পরমাণু সমঝোতায় ইউরোপের পক্ষ থেকে যেসব দেশ সই করেছিল সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করে মূলত ইরানের রাষ্ট্রদূত এ বক্তব্য দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৮, ২০১৯ ১৭:৪৭ Asia/Dhaka
  • জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, তার দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ইউরোপীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা। পরমাণু সমঝোতায় ইউরোপের পক্ষ থেকে যেসব দেশ সই করেছিল সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করে মূলত ইরানের রাষ্ট্রদূত এ বক্তব্য দিয়েছেন।

ব্রিটেনের মূলধারার গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) আলাপের সময় হামিদ বায়েদিনেজাদ বলেন, তেহরানের পক্ষ থেকে ফোরদু পরমাণু প্রকল্পে গ্যাস ঢোকানোর যে পদক্ষেপ নেয়া হয়েছে তার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে এবার্তা দেয়া হয়েছে যে, পরমাণু সমঝোতা সঙ্কটের মুখে রয়েছে। ইরানের এ কূটনীতিক বলেন, তার দেশ যদি পরমাণু সমঝোতা থেকে অর্থনৈতিক সুবিধা না পায় তাহলে প্রতি দুই মাস অন্তর পরমাণু কর্মকাণ্ড বাড়াবে।

হামিদ বায়েদিনেজাদ

হামিদ বায়েদিনেজাদ বলেন, আমরা আশা করি এই সতর্কবার্তা অন্যদেরকে পরমাণু সমঝোতা এবং এ সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে উৎসাহিত করে তুলবে। এখন এই বিষয়গুলো সম্পূর্ণভাবে পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর ওপর নির্ভর করছে। যদি তারা এই সতর্কবার্তা গুরুত্বসহকারে না নেয় তাহলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করবে।#

পার্সটুডে/এসআইবি/৮