বাংলাদেশের আরো বেশি পাটজাত পণ্য আমদানি করতে তেহরানের প্রতি ঢাকার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i76093-বাংলাদেশের_আরো_বেশি_পাটজাত_পণ্য_আমদানি_করতে_তেহরানের_প্রতি_ঢাকার_আহ্বান
ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার বাংলাদেশ থেকে আরো বেশি পাটজাত পণ্য আমদানি করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরান ও ঢাকার মধ্যে পর্যটন ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৯ ১৭:০৯ Asia/Dhaka
  • ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার
    ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার বাংলাদেশ থেকে আরো বেশি পাটজাত পণ্য আমদানি করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরান ও ঢাকার মধ্যে পর্যটন ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

তিনি শুক্রবার সন্ধ্যায় ইরানের মধ্যাঞ্চলীয় কাশান প্রদেশের চেম্বার অব কমার্সের সভাপতি মাহমুদ  তাভাল্লয়ীর সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, কাশান হচ্ছে শিল্পের শহর; বিশেষ করে এই শহর কার্পেট নির্মাণের জন্য বিখ্যাত। কাজেই বাংলাদেশ ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাশান ব্যাপক ভূমিকা রাখতে পারে।

গাউসুল আজম সরকার আরো বলেন, কাশানসহ ইরানের মেশিন-মেড কার্পেট শিল্পে বাংলাদেশের জুট ইয়ার্ন ব্যাবহার করা হচ্ছে।  তিনি ইরানের পক্ষ থেকে আরও বেশি পরিমাণে বাংলাদেশি পাটজাত পণ্য আমদানির উপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে কাশান চেম্বারের প্রধান তাভাল্লায়ি তার প্রদেশের কার্পেট নির্মাণ শিল্পের প্রতি ইঙ্গিত করে বলেন, সত্যিকার অর্থেই ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করতে কাশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উল্লেখ্য, ইরানের কাশান প্রদেশে মেশিন-মেড কার্পেট তৈরির ১৫০০ কারখানা রয়েছে এবং দেশের রপ্তানি হওয়া কার্পেটের প্রায় ৭০ ভাগ এই প্রদেশে উৎপন্ন হয়।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।