স্বাধীনতা বজায় রেখেই আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ: রাফসানজানি
https://parstoday.ir/bn/news/iran-i7627-স্বাধীনতা_বজায়_রেখেই_আন্তর্জাতিক_অঙ্গনে_যোগাযোগ_রাফসানজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি বলেছেন, তার দেশ স্বাধীনতার পথ অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সমাজের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নীতি অনুসরণ করবে। তিনি বলেন, দেশের জনগণ ও অভ্যন্তরীণ সক্ষমতার ওপর ভিত্তি করে ইরান জোরালোভাবে তার স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করবে এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গেও যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৪, ২০১৬ ১২:০২ Asia/Dhaka
  • স্বাধীনতা বজায় রেখেই আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ: রাফসানজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি বলেছেন, তার দেশ স্বাধীনতার পথ অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সমাজের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নীতি অনুসরণ করবে। তিনি বলেন, দেশের জনগণ ও অভ্যন্তরীণ সক্ষমতার ওপর ভিত্তি করে ইরান জোরালোভাবে তার স্বাধীনতা রক্ষার নীতি অনুসরণ করবে এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গেও যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেছেন হাশেমি রাফসানজানি। নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যকার বৈঠকের কথা উল্লেখ করে রাফসানজানি বলেন, দৃশ্যত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক ও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে যেসব বাধা সৃষ্টি করা হয়েছিল তা দূর হয়েছে।

তিনি আশা করেন, এখন থেকে আর ইরানের ব্যাংক কর্মকর্তারা বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কোনা বাধা কিংবা সমস্যার মুখে পড়বেন না।

এর আগে শুক্রবার জারিফের সঙ্গে বৈঠকে বসার আগে কেরি বলেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমেরিকা বিরোধিতা করছে না।

গত জুলাইয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা হওয়ার পর চলতি বছরের ১৬ জানুয়ারি তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে ইরান বলে আসছে, তারা আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে।#

সিরাজুল ইসলাম/২৪