সর্বোচ্চ নেতার ইমামতিতে তেহরানের জুম্মার নামাজ: জনতা সাগরে জেগেছে জোয়ার
(last modified Sat, 18 Jan 2020 13:13:22 GMT )
জানুয়ারি ১৮, ২০২০ ১৯:১৩ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার ইমামতিতে তেহরানের জুম্মার নামাজ: জনতা সাগরে জেগেছে জোয়ার

ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীর প্রাক্কালে তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(রহ) জুম্মার নামাজ অনুষ্ঠিত হলো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেয়ীর ইমামতিতে।

জেনারেল কাসেম সোলাইমানির প্রতিকৃতি এবং হত্যার প্রতিশোধের দাবি সংবলিত লাল নিশান

দীর্ঘ আট বছর পর জুম্মার নামাজের ইমামতিতে করলেন তিনি। আর এ নামাজে অংশ নেয়ার জন্য মোসাল্লাসহ চারপাশে মানুষ উপচে পড়েছে। নামাজে অংশগ্রহণকারী নারী-পুরুষ মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয়েছে ইসলামি বিপ্লব রক্ষার দৃঢ় প্রত্যয়।

সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কিশোরের বজ্রমুষ্টি এবং দৃপ্ত শ্লোগান

পাশাপাশি তারা ইসলামি বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত আমেরিকা, ইহুদিবাদী ইসরাইলসহ সকল অপশক্তির বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। ইসলাম এবং ইমামতের ঝাণ্ডাবাহী বীর জনতা আগুন দিয়েছে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকার পতাকায়। ইরানের মেহের নিউজের আলোকচিত্রী বেহনাম তৌফিকির ক্যামেরার চোখে দেখা তেহরানের গতকালের জুম্মার নামাজের দৃশ্যাবলী এখানে তুলে ধরা হলো।#

পার্সটুডে/মূসা রেজা/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ