আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞাকে অমানবিক, অপরাধমূলক ও ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি সোমবার তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যাদের ন্যুনতম পরিচয় আছে তারা জানেন, এদেশের জনগণ বলপ্রয়োগ, অন্যায় আচরণ ও চাপ প্রয়োগের সামনে কখনো মাথা নত করে না।

ইরানের প্রেসিডেন্ট তার দেশের ওপর গত দুই বছরের মার্কিন কঠোর অবরোধ ও চাপ প্রয়োগের ঘটনা তুলে ধরে বিদেশি কূটনীতিকদের বলেন, বিগত আট মাসে ইরানের সবগুলো অর্থনৈতিক সূচক প্রমাণ করে, আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
হাসান রুহানি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকা কর্তৃক তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন; অথচ মার্কিন সরকার এ অঞ্চলে যা করছে তা কেবল অস্থিতিশীলতা বৃদ্ধি করছে এবং এসব তৎপরতা আমেরিকার জনগণের স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে।
অনুষ্ঠানে তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং ইরানি জনগণকে অভিনন্দন জানান।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।