ইরানের সংসদ নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচার, হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা
(last modified Wed, 19 Feb 2020 19:23:29 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০১:২৩ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের প্রচারের সময়সীমা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল আটটায় শেষ হয়ে যাচ্ছে। এ কারণে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।

শহর-গ্রামের রাস্তার দুই পাশে এবং অলিগলিতে আজ সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়েছে। এছাড়া প্রার্থী ও কর্মীদেরকে আজ নিজেদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে।

নির্বাচনী আইন মেনেই তারা প্রচার চালাচ্ছেন। নির্বাচনী প্রচার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে কিনা তা তদারকি করছে নির্বাচন পরিচালনা বিষয়ক হেডকোয়ার্টার্স। সোশ্যাল মিডিয়াসহ ভার্চুয়াল জগতে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রমের ওপরও তারা কড়া নজর রাখছে।  

আগামী ২১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। ২৯০ টি আসনের জন্য সাত হাজার ১৪৮ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।  

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।