মুসলমানদের সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করুন: ভারতকে লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i78013-মুসলমানদের_সংকট_শান্তিপূর্ণভাবে_সমাধান_করুন_ভারতকে_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে ভারতের মুসলমানদের চলমান সংকট নিরসনের জন্য নয়া দিল্লি সরকার তার সব সক্ষমতা কাজে লাগাবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১৬:৫৩ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে ভারতের মুসলমানদের চলমান সংকট নিরসনের জন্য নয়া দিল্লি সরকার তার সব সক্ষমতা কাজে লাগাবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার লারিজানি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেন, ভারতের মুসলমানরা দেশটির সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। তারা ভারতের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, "ভারতে যে নতুন নাগরিকত্ব আইন করা হয়েছে তাতে দেশটির মুসলমানদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এ বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।" 

লারিজানি আরো বলেন, ভারতে বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং সম্প্রদায়ের লোকজনের বসবাস রয়েছে। দেশটিতে চলমান সংকট তার সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে মোটেও খাপ খায় না বলে উল্লেখ করেন তিনি। নয়া দিল্লি এবং তেহরানের মধ্যে সুসম্পর্কের গুরুত্বের প্রতি স্মরণ করিয়ে দিয়ে লারিজানি বলেন, ভারতের বিভিন্ন সম্প্রদায় এবং জাতিগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করা নয়া দিল্লি সরকারের জন্য অত্যন্ত জরুরী বিষয়।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।