করোনাভাইরাসের ৪ ওষুধ তৈরি করেছে ইরান; চলছে ক্লিনিক্যাল টেস্ট
https://parstoday.ir/bn/news/iran-i78121-করোনাভাইরাসের_৪_ওষুধ_তৈরি_করেছে_ইরান_চলছে_ক্লিনিক্যাল_টেস্ট
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইরানের তৈরি কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল টেস্ট চলছে। ইরানের করোনাভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক কমিটির সদস্য মোস্তফা কনেয়ি বলেছেন, ইরানের কয়েকটি ওষুধ কোম্পানি এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলায় চারটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২০ ১৬:৪৬ Asia/Dhaka
  • করোনাভাইরাসের ৪ ওষুধ তৈরি করেছে ইরান; চলছে ক্লিনিক্যাল টেস্ট

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইরানের তৈরি কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল টেস্ট চলছে। ইরানের করোনাভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক কমিটির সদস্য মোস্তফা কনেয়ি বলেছেন, ইরানের কয়েকটি ওষুধ কোম্পানি এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলায় চারটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে।

তবে এসব ওষুধ এখনো ক্লিনিক্যাল টেস্ট পর্যায়ে রয়েছে। গত ৫ মার্চ থেকে ওষুধগুলোর ক্লিনিক্যাল টেস্ট শুরু হয়েছে। এই পর্বটি সম্পন্ন হতে আরও দুই সপ্তাহ লাগবে।

তিনি আরও বলেছেন, চারটি ওষুধের মধ্যে দুটি ভেষজ ওষুধ রয়েছে যা করোনা রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও দুটি ওষুধ তৈরি করা হয়েছে যেগুলো মানুষের নাক এবং গলাকে করোনাভাইরাস মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তবে এসব ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ক্লিনিক্যাল টেস্ট পর্ব শেষ হওয়ার পর।

ক্লিনিক্যাল টেস্টের ফলাফল ইতিবাচক হলে এসব ওষুধ ব্যাপকভাবে তৈরি শুরু করবে ইরানের ওষুধ কোম্পানিগুলো। এর আগে ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে। খুব শিগগিরই তা বাজারে আসবে হবে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।