চবাহার বন্দর দিয়ে ইরানের ৫০ হাজার টন খনিজ সম্পদ রপ্তানি
ইসলামি প্রজাতন্ত্র ইরান চবাহার বন্দর ব্যবহার করে ৫০ হাজার টন খনিজ সম্পদ রপ্তানি করেছে। ইরানের সিস্তান-বালুচিস্তানের বন্দর ও সমুদ্র সংস্থার উপপ্রধান হোসেন শাহদাদি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, চবাহার বন্দর ব্যবহার করে এ বছরই প্রথম খনিজ সম্পদ, নির্মাণসামগ্রী, কৃষিপণ্য এবং বিটুমিনের মতো পণ্য রপ্তানি করা হয়েছে।
তিনি বলেন, দামী খনিজ সম্পদ, সিমেন্ট ও ক্লিংকার উৎপাদনকারী কারখানা, মাছ রপ্তানিকারকগণ এবং কৃষিপণ্য উৎপাদনকারীরা স্বল্প দূরত্বের এ বন্দরকে ভালো সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কৌশলগত অবস্থানের কারণে চবাহার বন্দর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৫