পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানাবে ইরান
(last modified Thu, 16 Apr 2020 11:00:03 GMT )
এপ্রিল ১৬, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • ইরানি সাবমেরিন (ফাইল ফটো)
    ইরানি সাবমেরিন (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর পরিকল্পনা করছে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

অ্যাডমিরাল খানজাদি জানান, ইরানের পরমাণু শক্তিচালিত সাবমেরিন আন্তর্জাতিক পানিসীমায় দীর্ঘদিন অভিযান চালাতে সক্ষম হবে। শত্রুর পক্ষ থেকে দিন দিন বেড়েচলা নানামুখী হুমকির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, পরমাণু শক্তিচালিত হওয়ার কারণে এ ধরনের সাবমেরিন গভীর সমুদ্রে মাসের পর মাস থাকতে পারে এবং এতে বারবার জ্বালানি সরবরাহ করার প্রয়োজন হয় না।

খানজাদি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতির আলোকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন হবে এবং এ ধরনের সাবমেরিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে আছে। ইরানের হাতে যে ফতেহ সাবমেরিন রয়েছে তার চেয়েও পরমাণু শক্তিচালিত সাবমেরিন বড় হবে বলে তিনি জানান।

ফতেহ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি মাঝারি ধরনের ভারী সাবমেরিন যা সমুদ্রের ২০০ মিটার গভীরে একটানা পাঁচ সপ্তাহ অবস্থান করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ