করোনাভাইরাস: মাশহাদের এক কোম্পানিই তৈরি করছে দৈনিক ৩০ ভেন্টিলেটর
(last modified Wed, 06 May 2020 01:25:16 GMT )
মে ০৬, ২০২০ ০৭:২৫ Asia/Dhaka
  • বেহফার
    বেহফার

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ভেন্টিলেটর উৎপাদন বাড়িয়ে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বিভিন্ন কোম্পানি এ কাজে এগিয়ে এসেছে।

রাজাভি খোরাসান প্রদেশের প্রধান শহর মাশহাদে প্রতিদিন ৩০টি ভেন্টিলেটর বানাচ্ছে ‘এহিয়া দারমানে পিশরাফতে’ নামের একটি কোম্পানি।

এই কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হামিদরেজা বেহফার বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে তারা দৈনিক পাঁচটি ভেন্টিলেটর তৈরি করতেন, কিন্তু ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর উৎপাদন বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন ৩০টি ভেন্টিলেটর তৈরি হচ্ছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তারা এ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সাতশ’ ভেন্টিলেটর সরবরাহ করেছেন বলে তিনি জানান।

আগামী দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এই কোম্পানি আরও তিনশ’ ভেন্টিলেটর সরবরাহ করবে।

ভেন্টিলেটরের উৎপাদন বাড়াতে ‘এহিয়া দারমানে পিশরাফতে’ কোম্পানির দুইশ’ কর্মী রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি জানান।

ইরান চিকিৎসা ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের একটি অগ্রগামী দেশ। মার্কিন নিষেধাজ্ঞার পরও দেশটি করোনাভাইরাস মোকাবেলায় সাফল্যের পরিচয় দিচ্ছে। শনাক্তকরণ কিটসহ নানা চিকিৎসা সরঞ্জাম দেশেই তৈরি করছে এবং নিজের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে। এরইমধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ কিট ইউরোপে রপ্তানি শুরু করেছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।