'কথার ফুুলঝুরিতে কাজ হবে না, আমেরিকাকে প্রতিশ্রুতি পালন করতে হবে'
https://parstoday.ir/bn/news/iran-i80517
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কথার ফুলঝুরি দিয়ে তার দেশের সরকার ও জনগণকে আকৃষ্ট করা যাবে না। আমেরিকাকে কাজে প্রমাণ করতে হবে এবং তার প্রতিশ্রুতি পালন করতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৭, ২০২০ ২০:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কথার ফুলঝুরি দিয়ে তার দেশের সরকার ও জনগণকে আকৃষ্ট করা যাবে না। আমেরিকাকে কাজে প্রমাণ করতে হবে এবং তার প্রতিশ্রুতি পালন করতে হবে।

আজ রোববার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, ইরান কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরান সব সময় ছয় জাতি গোষ্ঠী বা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় ছিল।বরং আমেরিকা নিজেকে বহুপাক্ষিক পরমাণু সমঝোতা থেকে সরিয়ে নিয়ে আলোচনার টেবিল ত্যাগ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তব লঙ্ঘন করেছে।  

সম্প্রতি ইরানের সঙ্গে আবার আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুখপাত্র মুসাভি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়া যাওয়ার ফলে ইরানি সরকার ও জনগণ যে ক্ষতির মুখে পড়েছে তার জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে ছয় জাতি গোষ্ঠীর  মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে আসতে চাইলে আমেরিকাকে তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 

এছাড়া, সাইয়্যেদ মুসাভি মার্কিন কারাগার থেকে ইরানি নাগরিকদের মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টার ব্যাপারে বলেন, ইরানি এবং মার্কিন নাগরিকদের মধ্যে বন্দিবিনিময়ের বিষয়ে আমেরিকা এবং ইরানি সরকারের মধ্যে সরাসরি কোনো আলোচনা অনুষ্ঠিত হয় নি। বরং সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্বে আছে সুইজারল্যান্ডের দূতাবাস।# 

পার্সটুডে/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।