অভিযোগ করার আগে আলাপ করে নিন: তুরস্ককে ইরানি জেনারেল
https://parstoday.ir/bn/news/iran-i80662-অভিযোগ_করার_আগে_আলাপ_করে_নিন_তুরস্ককে_ইরানি_জেনারেল
ইরানে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সদস্যদের উপস্থিতির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু সম্প্রতি দাবি করেছিলেন, পিকেকে’র কিছু সদস্য ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২০ ০৬:২০ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর

ইরানে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সদস্যদের উপস্থিতির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু সম্প্রতি দাবি করেছিলেন, পিকেকে’র কিছু সদস্য ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

তার এ দাবির জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, ইরান-তুরস্ক সীমান্তে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে এবং এই সীমান্ত দিয়ে তুর্কিবিরোধী কোনো গোষ্ঠীর সদস্যদের ইরানে প্রবেশের সুযোগ নেই।

ইরান-তুরস্ক সীমান্তের একটি চেকপয়েন্ট (ফাইল ছবি)

আইআরজিসি অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে ইরানের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে বলে তিনি জানান। জেনারেল পাকপুর বলেন, কাজেই বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ তুরস্কের কর্মকর্তারা গণমাধ্যমের সামনে কোনো কথা বলে ফেলার আগে বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে আলাপ করে নিলে ভালো হয়।

আইআরজিসি’র এই শীর্ষস্থানীয় কর্মকর্তা  বলেন, তুর্কি কর্মকর্তারা কেন এ ধরনের অভিযোগ উত্থাপন করেছেন তা উপলব্ধি করা তেহরানের জন্য কঠিন বিষয় নয়। সম্প্রতি তুরস্কের অভ্যন্তরে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তার প্রেক্ষাপটে নিজেদের ভাবমর্যাদা রক্ষা করার জন্য তারা এ ধরনের অভিযোগ উত্থাপন করতে বাধ্য হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।