পারস্পরিক সহযোগিতায় পশ্চিমা অপপ্রচার রুখতে সম্মত ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i82197-পারস্পরিক_সহযোগিতায়_পশ্চিমা_অপপ্রচার_রুখতে_সম্মত_ইরান_ও_রাশিয়া
পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার ও অবাস্তব খবর তৈরির বিরুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০২০ ০৭:১২ Asia/Dhaka
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে মারিয়া জাখারোভার (মনিটরে) সঙ্গে কথা বলছেন সাইয়্যেদ আব্বাস মুসাভি (বাম থেকে দ্বিতীয়)
    ভিডিও কনফারেন্সের মাধ্যমে মারিয়া জাখারোভার (মনিটরে) সঙ্গে কথা বলছেন সাইয়্যেদ আব্বাস মুসাভি (বাম থেকে দ্বিতীয়)

পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার ও অবাস্তব খবর তৈরির বিরুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া।

এ বিষয়ে দু’দেশের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন তার ইরানি সমকক্ষ সাইয়্যেদ আব্বাস মুসাভি।

এ সময় দুই মুখপাত্র বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। মুসাভি ও জাখারোভা বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো এসব দেশের আগ্রাসী ও যুদ্ধবাজ নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা অবাস্তব ও কল্পিত খবর প্রচার করে পাশ্চাত্যের স্বার্থ ষোলআনা আদায় করে নেয়ার কাজ করে যাচ্ছে।

ভিডিও কনফারেন্সে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা ইরান ও রাশিয়ার গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সফর বিনিময়, দু’দেশের কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণে পরস্পরকে সহযোগিতা করাসহ গণমাধ্যম বিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।