তেহরানে জাতীয় শোক দিবস পালিত, ফার্সি ভাষায় প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ (শনিবার) সকালে সাড়ে ৯টায় দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মুনাজাত করা হয়।

এরপর শোক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাইয়ের বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সবশেষ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিল সবুর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাসূল মুসাভি। আলোচনায় অংশ নেন রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক মুজতবা ইব্রাহিমি, কেতাব সারা পাবলিশিং হাউজের চেয়ারম্যান সাদেক সামী, সিনিয়র সাংবাদিক এজাজ হোসাইন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।
এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিষয়ক পরিচালক আহমদ সাদেকি, ইরান ডেইলি পত্রিকার নির্বাহী পরিচালক তোরাব শির আলিলু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি ফার্সি ভাষায় অনূদিত হয়েছে এবং তেহরানের কেতাব সারা প্রকাশনী থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। বইটি ফার্সিতে অনুবাদ করেছেন সাংবাদিক আরমিন মোনতাজেরি।
অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।