পরমাণু সমঝোতার মরদেহের কাছে আমেরিকার পরাজয় ঘটেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82349-পরমাণু_সমঝোতার_মরদেহের_কাছে_আমেরিকার_পরাজয়_ঘটেছে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পরাশক্তির যুগ শেষ হয়ে গেছে এবং ইরানের পরমাণু সমঝোতার মরদেহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকাকে পরাজিত করেছে। তিনি সোমবার রাতে ইরানের একটি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টা ভণ্ডুল হয়ে যাওয়ার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ০৭:৪৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পরাশক্তির যুগ শেষ হয়ে গেছে এবং ইরানের পরমাণু সমঝোতার মরদেহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকাকে পরাজিত করেছে। তিনি সোমবার রাতে ইরানের একটি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টা ভণ্ডুল হয়ে যাওয়ার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।

জারিফ বলেন, মার্কিনীরা ১৭ বছর আগে থেকে হিসাব-নিকাষে ভুল করতে শুরু করেছে এবং এই দীর্ঘ সময়ে ইউরোপীয়রা হাতে গোনা যে কয়েকবার আমেরিকার আধিপত্যকামী আচরণকে সমর্থন করেনি তার মধ্যে এবারেরটা ছিল অন্যতম।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ছবি)

আমেরিকা সব সময় ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পরমাণু সমঝোতা ভণ্ডুল করে দেয়ার যে চেষ্টা শুরু করেছিল তার ফলশ্রুতিতে নিরাপত্তা পরিষদে আমেরিকার এই  চরম পরাজয় ঘটেছে। তিনি বলেন, মার্কিন সরকার যে পরমাণু সমঝোতাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল তার হাতেই এবার নিরাপত্তা পরিষদে আমেরিকার ভরাডুবি ঘটেছে।

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে আমেরিকা যে প্রস্তাব উত্থাপন করেছিল তা পাস হয়নি।মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে ইউরোপীয় দেশগুলিও আমেরিকার প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে নীরব থেকেছে। প্রস্তাবটির পক্ষে আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয় এবং চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের বাকি ১১ স্থায়ী ও অস্থায়ী দেশ ভোটদানে বিরত থাকে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।