ইরানে বেসরকারি খাতের প্রথম তেল শোধনাগার চালু
https://parstoday.ir/bn/news/iran-i82453-ইরানে_বেসরকারি_খাতের_প্রথম_তেল_শোধনাগার_চালু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বেসরকারি খাতের প্রথম তেল শোধনাগার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি কোম্পানি 'আরকান পার্স' দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের 'পূর্ব আযারবাইজান' প্রদেশের হাশ্‌দরুদ এলাকায় এটি নির্মাণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২০ ১৮:০৯ Asia/Dhaka
  • তেল শোধনাগার
    তেল শোধনাগার

ইসলামি প্রজাতন্ত্র ইরানে বেসরকারি খাতের প্রথম তেল শোধনাগার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি কোম্পানি 'আরকান পার্স' দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের 'পূর্ব আযারবাইজান' প্রদেশের হাশ্‌দরুদ এলাকায় এটি নির্মাণ করেছে।

এটি হচ্ছে দূষণ বিহীন একটি শোধনাগার। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এ ধরণের শোধনাগার নির্মাণকে এই শিল্পে ইরানের ব্যাপক অগ্রগতির নিদর্শন হিসেবে গণ্য করা হচ্ছে।

'আরকান পার্স' হচ্ছে পশ্চিম এশিয়ার প্রথম কোনো কোম্পানি যা আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বা এপিআই'র স্ট্যান্ডার্ড অনুযায়ী তেল শোধনাগার নির্মাণ করে থাকে।

নবনির্মিত এই শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে এই প্রকল্প থেকে প্রতি বছর চার কোটি ডলার আয় করতে পারবে ইরান।

ইরান অপরিশোধিত তেলের পাশাপাশি পরিশোধিত তেলও রপ্তানি করে থাকে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে তেহরান।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।