ইরানের উৎপাদনের চাকা বন্ধ করার সুযোগ পাবেনা শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i82770-ইরানের_উৎপাদনের_চাকা_বন্ধ_করার_সুযোগ_পাবেনা_শত্রুরা_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুদেরকে দেশের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২০ ১৫:২৬ Asia/Dhaka
  • প্রতিরক্ষামন্ত্রী
    প্রতিরক্ষামন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুদেরকে দেশের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না।

তিনি আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যন্ত্রাংশ তৈরি সংক্রান্ত এক প্রদর্শনী উদ্বোধনের সময় এ কথা বলেছেন।

আমির হাতামি আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী অন্যায় নিষেধাজ্ঞা ব্যর্থ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে দেশকে সব ক্ষেত্রে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত রেখেছে। চলমান প্রদর্শনী যন্ত্রাংশ তৈরিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বিনির্মাণে সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য এবং তারা শক্তি ও সামর্থ্য বাড়ানোর তৎপরতা অব্যাহত থাকবে।

ইরানের রাজধানী তেহরানে চলমান এই প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর দুই হাজার ধরণের যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।