আফগান শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত ইরান: জারিফ
(last modified Wed, 16 Sep 2020 00:52:53 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০৬:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ায় যেকোনো ধরনের সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি মঙ্গলবার রাতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

টেলিফোনালাপে আফগান-আফগান শান্তি আলোচনায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় জারিফ আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনায় বসার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।  

টেলিফোনালাপে আফগানিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন জারিফ ও আতমার।   

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার

এর আগে গত শনিবার কাতারের রাজধানী দোহায় আফগান-আফগান শান্তি আলোচনা শুরু হওয়ার পর ওই আলোচনাকে স্বাগত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ আলোচনার মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আফগান সংকটের সমাধান হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।#   

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।