ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ল্যাটিন আমেরিকা সফর: সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করবে
https://parstoday.ir/bn/news/iran-i84460-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_ল্যাটিন_আমেরিকা_সফর_সহযোগিতা_বিস্তারে_নয়া_অধ্যায়ের_সূচনা_করবে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। এর আগে গত বুধবার তিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়েছিলেন। এরপর বলিভিয়া সফরের মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকা সফর কর্মসূচি শেষ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সেদেশ সফরে যাবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২০ ১৭:৩৮ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। এর আগে গত বুধবার তিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়েছিলেন। এরপর বলিভিয়া সফরের মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকা সফর কর্মসূচি শেষ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সেদেশ সফরে যাবেন।

অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের লক্ষ্য নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ল্যাটিন আমেরিকার ওই তিন দেশ সফরে বেরিয়েছেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তার করা ইরানের পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য। বিশেষ করে কিউবা ও ভেনিজুয়েলার মতো দেশগুলো সাম্রাজ্যবাদ বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে ওই দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে ওই দেশগুলোর অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা এমন সময় বেড়েছে যখন মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা আজ হুমকির মুখে। এ অবস্থায় স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলার পরিবেশ তৈরি হয়েছে যাতে করে সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী শক্তির কবল থেকে বের হয়ে অন্য সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলা সফরকালে স্যামুয়েল রবিনসন ইনস্টিটিউটে দেয়া বক্তৃতায় জাতিগুলোর স্বার্থ রক্ষার জন্য সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও মার্কিন বলদর্পিতার মোকাবেলায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভূমিকার প্রশংসা করে বলেছেন, পাশ্চাত্যের মোড়লিপনা ও বলদর্পিতার দিন শেষ হয়ে গেছ।

ইরানের ল্যাটিন আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির হোসেন নাফরেশি ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা বিস্তারের কথা উল্লেখ করে বলেছেন, ইরান আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের বিষয়টিকে কেবল উত্তর আমেরিকা কিংবা পশ্চিম ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বিস্তার করেছে।, তিনি বলেন, এই সুযোগকে ইরান সর্বোত্তম উপায়ে কাজে লাগতে চায়’।

 বহি:র্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে ইরানের প্রচেষ্টার দিকে লক্ষ্য করলে দেখা যায় এ ক্ষেত্রে ইরান ভালভাবে এগিয়েছে। ইরান জ্বালানি ও ক্ষুদ্র শিল্পে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। যাইহোক, এরই আলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ল্যাটিন আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৭