আইএইএ’র পরিদর্শকদের সঙ্গে ফাখরিজাদের সাক্ষাতের দাবি প্রত্যাখ্যান করল ইরান
(last modified Mon, 30 Nov 2020 02:41:50 GMT )
নভেম্বর ৩০, ২০২০ ০৮:৪১ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি
    ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনকারী আইএইএ’র পরিদর্শকদের সঙ্গে সন্ত্রাসী হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মাহদি ফাখরিজাদের সাক্ষাতের খবর অস্বীকার করেছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র আইনের আওতায় ওই সংস্থার পরিদর্শকরা নিয়মিত ইরান সফর করছেন এবং তারা কখনোই ফাখরিজাদে’র সঙ্গে সাক্ষাৎ করেননি।

কোনো কোনো ব্যক্তি ও গণমাধ্যম গত কয়েকদিন ধরে এই গুজব ছড়াচ্ছে যে, ফাখরিজাদে নিজের জীবদ্দশায় আইএইএ’র কর্মকর্তা ও পরিদর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই গুজব প্রত্যাখ্যান করে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি রোববার তেহরানে বলেন, এ সংক্রান্ত যেসব কথাবার্তা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, আইএইএ’র আইন এবং ইরানের সঙ্গে ওই সংস্থার স্বাক্ষরিত সম্পূরক প্রটোকল অনুযায়ী জাতিসংঘের এই সংস্থার পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। আইন বা প্রটোকলের বাইরে কোনো পরিদর্শন বা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও উপ প্রতিরক্ষামন্ত্রী ফাখরিজাদে গত শুক্রবার রাজধানী তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির অবসার্দ এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হন। ওই হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে কামালবান্দি বলেন, ইহুদিবাদীরা পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তাদেরকে হত্যা করার পথ বেছে নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ