অদূর ভবিষ্যতেই পশ্চিম এশিয়া থেকে বিতাড়িত হবে মার্কিন বাহিনী: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i85727-অদূর_ভবিষ্যতেই_পশ্চিম_এশিয়া_থেকে_বিতাড়িত_হবে_মার্কিন_বাহিনী_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যতদিন পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী থাকবে ততদিন এই অঞ্চলে শান্তি ফিরে আসবে না। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২০ ১৮:৪৪ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যতদিন পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী থাকবে ততদিন এই অঞ্চলে শান্তি ফিরে আসবে না। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রুহানি আরও বলেন, কাসেম সোলাইমানিকে হত্যা করার কারণে শত্রুরা মারাত্মক ক্ষতির শিকার হবে। পশ্চিম এশিয়ার সচেতন জনগণই অদূর ভবিষ্যতে এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করবে।

তিনি বলেন, কাসেম সোলাইমানি যে পথ অনুসরণ করেছেন তা ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র পথ। এটি বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পথ। এই ধারা চিরস্থায়ী। এটি কখনও থামবে না।

জেনারেল সোলাইমানি

 

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী।

এ ঘটনার পাঁচ দিন পর ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।