ইরান যুদ্ধ চায় না তবে জাতীয় স্বার্থ রক্ষা করবে: জারিফ
ডিসেম্বর ৩১, ২০২০ ২১:২৮ Asia/Dhaka
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে প্রকাশ্যে এবং সরাসরি জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষা করবে।
আজ বৃহস্পতিবার জাওয়াদ জারিফ তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বি-৫২ বোমারু বিমান উড়িয়ে এবং মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়ে শত শত কোটি ডলার খরচ করছেন।
ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী আমেরিকা যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।
জারিফ বলেন, ইরান কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে প্রকাশ্যে ও সরাসরিভাবে জনগণ, নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা করবে।#
পার্সটুডে/এসআইবি/৩১
ট্যাগ