ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেটের কোনো কর্মী গ্রেফতার হয়নি: মন্ত্রণালয়
(last modified Fri, 12 Feb 2021 05:27:00 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২১ ১১:২৭ Asia/Dhaka
  • ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেট
    ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেট

তুরস্কের ইস্তাম্বুল শহরের ইরানি কনস্যুলেটের একজন কর্মীকে তুর্কি পুলিশ আটক করেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই কনস্যুলেটের কোনো কর্মীকে গ্রেফতার করা হয়নি।

একটি তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) বিবিসি’সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ওই গ্রেফতারের খবর প্রচার করেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক অভিযোগের ওপর ভর করে সাজানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তুর্কি দৈনিক ‘সাবাহ’ বৃহস্পতিবার জানিয়েছিল, গত বছর শরতে ইস্তাম্বুলে একজন ইরানি নাগরিক বন্দুকের গুলিতে নিহত হয়েছিল এবং তুর্কি পুলিশ সে হত্যাকাণ্ডের তদন্তের জের ধরে একজন ইরানি কূটনীতিককে আটক করেছে।

এ সম্পর্কে খাতিবজাদে বলেন, আলোচিত ঘটনার সঙ্গে ইস্তাম্বুলের ইরানি কনস্যুলেটের কোনো কর্মী সরাসরি বা দূরাগতভাবেও জড়িত নয় এবং এই কূটনৈতিক মিশনের কাউকে আটকও করা হয়নি। বিষয়টি নিয়ে গণমাধ্যম যে খবর প্রকাশিত হয়েছে তার বিস্তারিত জানার জন্য ইরান কূটনৈতিক চ্যানেলে তুরস্কের সঙ্গে যোগাযোগ করছে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ